how to pray see that....
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي
‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন..... ‘হে .নামাজি! তুমি তো (দোয়া করার ক্ষেত্রে) তড়িঘড়ি করলে..... যখন তুমি নামাজ শেষ করে বসবে.... সে সময় শুরুতে আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা করবে এবং আমার উপর দরূদ ও সালাম পাঠাবে; তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে।
বর্ণনাকারী বলেন... এরপর অপর এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পর প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে... তারপর নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ ও সালাম পেশ করে... নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন.....‘হে নামাজি! এবার দোয়া করো; কবুল করা হবে।’ (তিরমিজি)
No comments